অবিশ্বাস
আজিজুল হাকিম
******************
আমার বেদনাগুলো ছুঁয়ে
দেখ,
অবিশ্বাসের ছুরিকাঘাতে
ফালাফালা হয়ে গেছে।
স্মিত ঠোঁটের ওপারে
নোনা জলের ঝর্ণা প্রপাত
কাব্যিক ছন্দে বহে
চলে বেদনার কাব্যধারা;
হৃদয়ের পাড়ে ভাঙ্গনের
সংলাপ চলে রাতদিন
ভালোবাসার অদৃশ্য
ধোঁয়া নীল দিগন্তে হয় লীন।
দেহের সমাধি তলে
গোলাপের পাঁপড়ি মোড়া ক্ষতবিক্ষত হৃদয়খানি
ভুলের মাসুল গুনে
নির্জন অন্ধকারের খাতায়।
ঠোঁটের কোনে, টিকালো
নাকের ডগায়, চোখের সাগর বেলায়
ছলনাময়ী ভাইরাস অভিলাষী
ইশারায় কথা বলে।
বাবা-মা, ভাই-বোন,
স্ত্রী-পরিজন স্বার্থের প্রেক্ষাপটে সম্পর্কের জাল বুনে,
পরকীয়ার রঙিন কল্পনায়
নাচে দেহ-বৈভব বিশ্বাসের আঁড়ালে,
অদৃশ্য মনের দুয়ারে
অসহ্য হাতুড়ি চলে -
ঘুম ছুট দেয় চোখের
পাতা ছেড়ে,
মগজে রক্তক্ষরণ বাড়ে,
মুখের লাবন্য কেড়ে
অকাল বার্ধক্য নামে চুলের ডগায়।
ওদিকে ছেলের হাত
ধরে মা বিক্রি হয় অন্যের শয্যায়;
তবুও, তবুও হাজারো
কণ্ঠে বাজে মাতৃ বন্দনার সুর।
এদিকে প্রেম, ভালোবাসা
আর সম্প্রীতির সুর
অবিশ্বাসের তমসার
কোলে খুঁজে ফিরে রোদ্দুর।
রচনাঃ ১১/০৬/২০২০