মানবতার কান্না
---------- আজিজুল
হাকিম
রক্তে ভিজছে আমার দেহ ,
পুড়ছে আগুনে আমার বাড়ি ;
হাত বাড়াবার নেই কো কেহ
,
পালাবার নেই তো কোন
গাড়ি ।
বাবা আমার হারিয়ে গেছে
কবে
কার বিছানায় ডুকরে
কাঁদে মা !
কোন দেশেতে চলছি আমি
তবে,
কেন আমার মুখটি থাকে
হাঁ ?
চোখে সবার রক্ত নেশা
লাগে --
হাতে নাচে রক্তে ভেজা
ছোঁরা
সুযোগ পেলেই প্রাণটা
নিবে বাগে
দেশের মাঝেই দেশান্তরি
মোরা ।
আমার বোনের নগ্ন লাশের
'পরে
ধর্ষন আর অস্ত্রাঘাতের
চিহ্ন
মাছিরা সব চারিপাশে ওড়ে
হাজার বোন, কেউ নয় তো
ভিন্ন ।
এখন আমি অনাথ শিশু
নেই তো আমার কেউ ।
নামেই তুমি আছ যিশু
যেন লূত সাগরের ঢেও ।