আবারও প্রেম চাই

আবারও প্রেম চাই
           আজিজুল হাকিম
~~~~~~~~💝~~~~~~~

আমাকে দেখলেই তুই এক ঝলক হেসে উঠিস
কেবল এক ঝলক হাসি
তোর এক ঝলক হাসির অদৃশ্য স্পর্শে
পৃথিবীর সব ফুলগুলো আমার অনুর্বর বন্ধ্যা হৃদয় জমিনে ফুটে উঠে
নবান্নের উৎসব আর জৌলুসে মাতম চালায়
আমার পৌষালী মন ;
আবারও তারুণ্যের ঢল নামে
আমার দুরন্ত, অবাধ্য মনে ।
বাসন্তিক রঙ হাতছানি দেয় হরদম

তোর এই হাসির উষ্ণ পরশে সাহারার তপ্ত কঠিন বালুকাবেলায় ছুটে বেড়ায় জিপসী মন
নগ্ন পায়ের যন্ত্রনায় প্রলেপ পড়ে ।
মৃদু অথচ তীব্র হাসির ঝর্ণা ধারার উল্লাসে
ভাটিয়ালির টান জাগে কলিজার অন্তঃপুরে,
বুকের বালুচরে জ্যোৎস্নার ঢল নামে
রূপোলি আগুন ধরে অপরাহ্নের যৌবন বনে
অপার শান্তির সাগরে সুখের সাঁতার কাঁটি
বুকের ভেতর ছুটে বেড়ায় ইল মাছ ।

তোর সুস্মিত হাসির রেণুর নিদারুণ উল্লাসে
দুই গোলাপী গালে দুটি টোল;
যেন সুসজ্জিত গোলাপী জলাশয় ।
আমার নয়ন যুগল প্রেমের আবর্তে ঘুরপাক খায়,
বাস্তবের বেদনাহত এ হৃদয় মন প্রশান্তির দীর্ঘশ্বাস ছাড়ে
যান্ত্রিকতার শিকলে আবদ্ধ জীবন ফিরে পায় অবাধ সবুজ মাঠ
তোর নয়ন পদ্মের অদৃশ্য  স্পর্শে বিগলিত মন
প্রেমের ঘোড়া ছুটে ধ্বংস প্রায় নগরী-বুকে ---
আবার প্রেম চাই,
আবারও প্রেম ।
তোর চতুর্দশী গোলাপি ঠোঁটের পাড়ে
আমার যত সব প্রেমের আত্মহুতি বাড়ে
তোর অকৃপণ ভালোবাসার আগুনের প্রতিফলনে
আমার যত কালো মেঘগুলো বিচ্ছুরিত হয়,
হেসে উঠে বাতাসের কানে কানে ।
                           
রচনা: - 22/12/2019

Post a Comment

Previous Post Next Post