ঘুমিয়ে গেছ, বিপ্লব ?
আজিজুল হাকিম
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
তুমি কি ঘুমিয়ে গেছ, বিপ্লব ?
একদম কুম্ভকর্ণের মতো ?
এত আর্তনাদ, এত বুক ফাটা কান্না
ইথারে ইথারে ভুলন্ঠিত মানবতার যন্ত্রনা ?
তবে সবই নিষ্ফল !
তুমি কি ঘুমিয়ে গেছ, বিপ্লব ?
গণতন্ত্রের নির্মল বাতাস পেয়ে !
অনেক কাল আগে শুকিয়ে যাওয়া সাগর বেলায়,
না স্বার্থান্বেষী জনারণ্যের ভিড়ে
পথ হারিয়ে ফেলেছ ?
তুমি কি সত্যি ঘুমিয়ে পড়েছ, বিপ্লব ?
না ড্রোন, মিসাইলের আগুন ঝলসানো উল্লাসে
আর অ্যাটম, হাইড্রোজেন বোমের রক্তলোলুপ চক্ষু
দেখে
কোন এক পাহাড়ের গুহায়,
না কোন সুন্দরী ষোড়শীর তুলতুলে বুকের গভীরে
মুখ লুকিয়েছ ?
গাঢ় অন্ধকারের যোনিদ্বার ফেঁড়ে
একজন এসে দাঁড়িয়ে ছিল আমার শিয়রে
বুকে ছিল তার এক আকাশ প্রত্যাশা
দু চোখে জ্বলছিল অগুনিত তারার আলো
বলেছিল, “তুমি ঘুমিয়ে গেছ নাকি, ভাই ?
বিপ্লব হোক বা না হোক
বিপ্লবী থাকবেই” ।
বুকের ভিতরে দুরুদুরু করছিল ভয় ------
মশাল জ্বালতে পারব কি আমি একেলাই !
রচনাঃ ২৮/০৪/২০১৮