পীড়িতের ক্ষোভ

 পীড়িতের ক্ষোভ

     মেহের

 

মুখে লাগাম টানো বর্বরতা মুখোষতা আর নয় !

পৃথিবীর সারা উঠোন জুড়ে আজ খেলা করে বিনিময় ।

এইপেট ক্ষুধায় কেঁদেছে বারবার হয়ত বা চেয়েছে কখনো,

তবু আজও আমার উঠোন শূন্যতার মাটিতে নিকানো !

বঞ্চনা আর অবহেলার সাগরে গলা অবদি ডুবে গেছে,

এই নাকটা ডুবেনি বলে আজও নিথর দেহ বেঁচে আছে !

গরীবের অন্ন কেড়ে খাও শোনো রক্ত চোষা জোঁক,

নির্মমতার সমাধি হবেই হবে সবই দেখছে তাহার চোখ !

 

Post a Comment

Previous Post Next Post